গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’গড়ার লক্ষ্যে বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা, এই প্রতিপাদ্যকে ধারণ করে বন্দর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আয়োজন। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’কর্মসূচির আওতায় বন্দর উপজেলায় বিনামূল্যে ১৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।২ জুলাই বুধবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রহিমা আক্তার ইতি, উপজেলার সকল দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বন্দর উপজেলার বেশ কয়েকটি খালকে জলবাদ্যতা নিরসনের জন্য কাজ করছেন জেলা প্রশাসক এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেন এবং বন্দর উপজেলা সিসিটিভির আওতার লক্ষ্যে সিসিটিভি স্থাপন করেন।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন ও মানবিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি শিক্ষক ও পরিবারের ভূমিকার উপর জোর দেন। একইসাথে তিনি পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন এবং এই লক্ষ্যে জেলা প্রশাসনের "গ্রিন এন্ড ক্লিন" কর্মসূচির অংশ হিসেবে ১ লক্ষ গাছ লাগানো, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন।জেলা প্রশাসক স্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনাকালে তিনি বলেন, "সন্তানদের ফুলের মত লালন করে প্রকৃত মানুষ করে তুলতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাজব্যবস্থা পাবো।"