• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে পৌষ ১৪৩২ রাত ১১:০৯:৫৪ (08-Jan-2026)
  • - ৩৩° সে:
কলাপাড়ায় বিষ কিনতে এসে গৃহবধূ আটক

কলাপাড়ায় বিষ কিনতে এসে গৃহবধূ আটক

পায়রা বন্দর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আত্মহত্যার উদ্দেশ্যে বিষ কিনতে আসা এক গৃহবধূকে আটক করা হয়েছে।১৩ ডিসেম্বর বুধবার বিকেল তিনটার দিতে পৌর শহরের সদর রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক গৃহবধূ তার নাম কিংবা ঠিকানা প্রকাশ করেনি। তবে জানিয়েছে, তার বাড়ি মহিপুর এলাকায়। বয়স আনুমানিক ২৬ বছর। তার পারিবারিক সমস্যা রয়েছে, যা কেউই সমাধান করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন। সেই ক্ষোভ থেকে আত্মহত্যার উদ্দেশ্যে সে পৌর শহরের একটি কীটনাশকের দোকানে বিষ কিনতে এসেছেন তিনি।তখন দোকানদার জানতে চেয়েছে, কীটনাশক দিয়ে কি করবে। সঠিক উত্তর না পাওয়ায় পুলিশকে খবর দেয় দোকানদার। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.রিয়াজ জানান, মহিলার পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার কারণে সে বিষ কিনতে গিয়েছিল। স্থানীয়দের কাছে সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।