• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৪৫:২০ (18-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফেসবুকে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা অন্য কোনো উপায়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।১৭ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া অস্থায়ী সেনাক্যাম্পের মেজর আবু সাকের, রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম প্রমুখ।সভায় বিএনপি, জামায়াত, এলডিপি, নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় উপজেলার সকল পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা, অগ্নি নির্বাপণ সরঞ্জাম ও স্বেচ্ছাসেবকের বিশেষ পোশাক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ও উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ সতর্কতার সাথে পূজা উদযাপনের আহ্বান জানান বক্তারা।