• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১৮:৫৯ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১৮:৫৯ (01-May-2025)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে গীতা স্কুল উদ্বোধন ও গীতা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) খাগড়াছড়ি জেলা সংসদ ও সদর উপজেলা সংসদ উদ্যোগে খাগড়াছড়ি গঞ্জপাড়া মহাশ্মশান শিব মন্দির ও শংকরমঠ পার্থ সারথী আশ্রমে বাগীশিক উদ্যোগে গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।১৮ এপ্রিল সকালে গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়।এতে সনাতন ধর্মাবলম্বী শিশু কিশোরদের নিয়ে প্রতি শুক্রবার এই স্কুল পরিচালিত হবে ও বাগীশিক জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক উৎপল দে শংকর মঠ মন্দিরে গীতা শিক্ষা দান করবেন ।এসময় উপস্থিত ছিলেন বাগীশিক জেলা সংসদ এর সভাপতি প্রভাত তালুকদার, সাধারণ সম্পাদক সুমন আচার্য্য, বাগীশিক সদর উপজেলা সংসদ সহ-সভাপতি মানিক মল্লিক, বাগীশিক সদর উপজেলা কমিটির সদস্য শিমন আচার্য্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উদ্বোধনের এক পর্যায়ে সনাতন ধর্মাবলম্বী শিশু কিশোরদের মাঝে গীতা দান করেন জেলা ও উপজেলা সংসদের নেতৃবৃন্দ।