• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:২২:৩১ (13-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শিবচরে হত দরিদ্রদের মধ্যে গাভী বিতরণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে।১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারি সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি পালন করা হয়।এসময় বাঁশকান্দি ইউনিয়নের ৭টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভী বিতরণ ও উপকার ভোগীদের গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।বাঁশকান্দি ইউনিয়নের পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান।ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদল’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, এবিএম সৌরভ রেজা শিহাব।এ সময় বাঁশকান্দি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা দুলাল চন্দ্র মৃধা, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমি এখানে আসার পর থেকে জিজ্ঞাসা করছি, যে এই গাড়ীগুলো কীভাবে দেওয়া হবে? যারা পাবে তাদের কী মাসিক কিস্তি দিতে হবে কিনা? তখন জানলাম পুরোটাই বিনামূল্য স্বেচ্ছাসেবী সংগঠন। আপনারা যারা এই গাভীগুলো পাচ্ছেন, আপনারা এটাকে নিয়ে ভাগ্যে উন্নয়নে কাজ করবেন। কেউ বিক্রি করবেন না। এটা আপনারা যারা আছেন দায়িত্বে তারা তদারকি করবেন। গাভীটি আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করবে। আর গাভীটির শারীরিক কোনো সমস্যা হলে আমাদের এখানে প্রাণিসম্পদ অফিসার আছেন তিনি আপনাদের যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবেন।উল্লেখ, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) একটি স্থানীয় স্বেচ্ছাসেবী (এনজিও) সংগঠন। বিগত ১৯৮৫ সন থেকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে।