অস্ত্রের মুখে ৩০ গরু ডাকাতি, ট্রাকসহ ৫টি মৃত গরু উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ৩০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫টি মৃত গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। ৩০ নভেম্বর রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।এর আগে ২৯ নভেম্বর শনিবার দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে বগুড়া থেকে ৩০টি গরু নিয়ে একটি ট্রাকে গরুর মালিক রওনা হন। রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতি রোধ করে। এরপর ট্রাকের চালক ও গরুর মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানা পুলিশকে ঘটনাটি জানায়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সকালে অভিযান চালিয়ে ময়মনসিংহ এলাকা থেকে ৫টি গরু ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে রাত পর্যন্ত কোনো ডাকাতকে আটক করা যায়নি।