‘গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার এ বছরের ডিসেম্বরের মধ্যে’
নিজস্ব প্রতিবেদক: এ বছরের ডিসেম্বরের মধ্যেই গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের বড় অংশের বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।২৯ জুলাই মঙ্গলবার সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তাজুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট ও গণহত্যার বিচার এক বিষয় নয়। তাই এই বিচার সময় নিয়ে, পুঙ্খানুপুঙ্খভাবে করা হচ্ছে। ভবিষ্যতে যাতে কোনো সরকার বা আন্তর্জাতিক মহল এ বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে—সেই বিষয়টি মাথায় রেখেই বিচার কাজ পরিচালিত হচ্ছে।তিনি আরও জানান, শেখ হাসিরা বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে।