• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ রাত ০৯:১৬:৫৮ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বড়দিনকে ঘিরে রাঙ্গুনিয়া ও কাপ্তাইয়ে উৎসবের আমেজ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শীতের নরম সকালের আলো আর সন্ধ্যার রঙিন বাতিতে উৎসবমুখর হয়ে উঠেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও পাশ্ববর্তী রাঙামাটির কাপ্তাই উপজেলার খ্রিস্টান পল্লীগুলো। বড়দিনকে ঘিরে এসব জনপদে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঘরে ঘরে ঝুলছে রঙিন বাতি, সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি এবং তৈরি করা হচ্ছে প্রতীকী গোশালা।বড়দিনের উৎসব মানেই পারিবারিক মিলনমেলা। সে উপলক্ষে বিভিন্ন পরিবারে চলছে কেক, ঐতিহ্যবাহী খাবার ও ঘরোয়া পানীয় তৈরির প্রস্তুতি। শিশুদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি, নতুন পোশাক ও উপহারের অপেক্ষায় দিন গুনছে তারা। সব মিলিয়ে খ্রিস্টান পল্লীগুলোতে বইছে আনন্দ ও উৎসবের আবহ।২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বড়দিন উপলক্ষে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কুষ্ঠাশ্রম ব্যাপ্টিস্ট চার্চ এবং কাপ্তাই উপজেলার খ্রিস্টিয়ান হাসপাতাল সংলগ্ন চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। এসব আয়োজন ঘিরে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও বিরাজ করছে কৌতূহল ও শুভেচ্ছার অনুভূতি।চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, বড়দিন উপলক্ষে খ্রিস্টান পল্লীগুলোতে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে। প্রতিটি ঘরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও প্রতীকী গোশালা। বড়দিনের দিন ঘরে ঘরে কেক, মিষ্টি ও নানান উপাদেয় খাবারের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হবে।শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে আসা এই উৎসবকে ঘিরে রাঙ্গুনিয়া–কাপ্তাই অঞ্চলে এখন আলো আর আনন্দের গল্পই যেন প্রধান হয়ে উঠেছে।