• ঢাকা
  • |
  • বুধবার ৭ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:২৩:৫৬ (22-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খোলামেলা পোশাকে খামেনির উপদেষ্টার মেয়ের বিয়ের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানির মেয়ের খোলামেলা পোশাকে বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পশ্চিমা ধাঁচের সেই অনুষ্ঠানের ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, গত ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফাঁস হলে সমালোচকেরা কঠোর হিজাব নীতির জন্য দায়ী শাসকদের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলেছেন। এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে শামখানির মেয়ের বিয়ে হয়। ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, তেহরানের বিলাসবহুল এস্পিনাস প্যালেস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সদস্য অ্যাডমিরাল আলি শামখানি নিজ হাতে মেয়েকে বর-এর দিকে এগিয়ে দিচ্ছেন। বাহু খোলা খোলামেলা পোশাকে কনে ফাতেমাকে দেখা যায় স্ট্র্যাপলেস (কাঁধ খোলা) বিয়ের গাউনে, মাথায় কোনো ওড়না নেই। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কনে স্ট্র্যাপলেস বিয়ের গাউন পরেছেন। তার মাথাও খোলা এবং চুল দেখা যাচ্ছে। ভিডিওতে শামখানির স্ত্রীকেও একই রকম খোলামেলা নীল রঙের লেইসের সান্ধ্য গাউন পরা অবস্থায় দেখা যাচ্ছে, তার পিঠ ও কাঁধ খোলা ছিল, মাথাতেও কোনো স্কার্ফ ছিল না। তবে অনুষ্ঠানে উপস্থিত কিছু নারীকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, শামখানি ইরানের অন্যতম সিনিয়র প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তা এবং খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা। তিনি নারীদের ওপর কঠোর ইসলামি বিধান প্রয়োগের পক্ষে ছিলেন এবং প্রতিবাদ দমনে সহিংস অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন। ২০২২ সালে দেশজুড়ে হিজাববিরোধী আন্দোলনের সময় শামখানি ছিলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান। তখন হাজার হাজার নারী রাস্তায় নেমে হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এই অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা জানিয়ে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, যদি ভণ্ডামি না থাকত, তাহলে এমন অনুষ্ঠানের এত গোপনীয়তার দরকার হতো কেন? ভিডিও প্রকাশ্যে আসার পর ইরানের রক্ষণশীল মহলেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অতিরক্ষণশীল রাজনীতিক আলি আকবর রায়েফিপুর এক্সে  লিখেছেন, আমরা কি জানতে পারি, কীভাবে জনগণকে বলা হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কষ্ট সহ্য করতে, যখন সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা নিজের মেয়ের বিয়ে দেশের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর একটিতে আয়োজন করেন? তবে গত রোববার (১৯ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার সাবেক প্রধান এজাতোল্লাহ জারগামি এই বিতর্কের মধ্যে আলি শামখানির পক্ষ নিয়ে মন্তব্য করে বলেন, বর-কনের অনুষ্ঠানে যখন শামখানি তার মেয়েকে নিয়ে বর-এর দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মাথা নিচু করে ছিলেন—এটি ছিল নারীদের জন্য নির্দিষ্ট অনুষ্ঠান। তিনি আরও দাবি করেন, অনুষ্ঠানে উপস্থিত নারীদের কেউ কেউ পর্দা করেছিলেন, আর বাকিরা ছিলেন মাহরাম (ঘনিষ্ঠ আত্মীয়)।জারগামির অভিযোগ, ইসরাইল ভিডিওটি ফাঁস করেছে। মানুষের ব্যক্তিগত জীবনে হ্যাক করা এখন ইসরাইলের নতুন কৌশল।