• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৭:২৯ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৭:২৯ (01-May-2025)
  • - ৩৩° সে:

রমজানে পণ্যের দাম মানুষের নাগালে রাখতে হবে : হাসনাত

নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্য রাখতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সামনের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি।২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লিখেন, সামনে রোজার মাস আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ভ্যাটের জালে জনগণ ও ব্যবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প সরকারকে খুঁজে বের করতে হবে এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে। যাতে মানুষ রমজানে সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারে।তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়। এ নিউজ লেখা পর্যন্ত (১.৩৬ মিনিটে) এই পোস্টে ১৫ হাজার লাইক, এক হাজার তিনশ কমেন্ট ও একশ একুশটি শেয়ার হয়। এর আগে বুধবারও এক পোস্টে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে পোস্ট করেছিলেন হাসনাত।