• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে আশ্বিন ১৪৩২ রাত ১০:৫৩:১২ (12-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।১২ অক্টোবর রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি আদিবাসী কার্যালয়ে মাঠে ১৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে এক জোড়া করে ছাগল বিতরণ করা হয়।ছাগল বিতরণকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান ও উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা আন্বিষা আফরিনসহ আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এসব ছাগল বিতরণ করেন।