• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে পৌষ ১৪৩২ সকাল ০৯:১২:০৪ (08-Jan-2026)
  • - ৩৩° সে:
কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ১

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক জন নিহত হয়েছেন।৫ জানুয়ারি সোমবার দুপুর পৌনে ২টার দিকে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষ প্রান্তে অবস্থিত ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারখানাটিতে কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে থাকা একজন কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে তার মরদেহ কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।ফায়ার সার্ভিস জানায়, এয়ার ফ্রেশনার তৈরির রাসায়নিক উপাদান থেকে এই বিস্ফোরণ ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আছে। বর্তমানে কারখানা এলাকায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার। এসময় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং নিহতের পরিবারের জন্য শোক প্রকাশ করে তাৎক্ষণিকভাবে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেন।