• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০১:২৪:১১ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০১:২৪:১১ (01-May-2025)
  • - ৩৩° সে:

রাতের আঁধারে কৃষকের ৫০ শতক জমির ভুট্টা গাছ কেটে সাবাড়

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ী গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ৫০ শতাংশ জমিতে ভুট্টার চাষ করেছিলেন।২৩ ডিসেম্বর সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে বাঙ্গাবাড়ী গ্রামের শরিফুল ইসলাম নেদো ও তার লোকজন জমির ভুট্টার গাছ কেটে সাবাড় করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন সিরাজুল।কৃষক সিরাজুল জানান, এর আগেও শরিফুল ইসলাম নেদোসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে ভুট্টাখেতের পাশের জমির তারকাটা বেড়া খুলে সেখানে লাগানো ২১০টি ইউক্লিপটাস গাছ ও ৫০টি কলা গাছ কেটে দিয়েছিল।এসব ঘটনায় সাঘাটা থানায় লিখিত অভিযোগ দেওয়া  হয়েছে বলে জানিয়েছেন কৃষক সিরাজুল ইসলাম।  এ ঘটনার ব্যাপারে অভিযুক্ত শরিফুল ইসলাম নেদোর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।অন্যদিকে, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।