রাজশাহীতে এনজিও’র ঋণের ভারে কৃষকের আত্মহত্যা
রাজশাহী প্রতিনিধি: এনজিও’র ঋণের দায়ে এক কৃষক আত্মহত্যা করেছে। নিহত কৃষক আকবর হোসেন (৫০)। সে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমউল ইউনিয়নের খাড়োয়ল গ্রামের লুকমান আলীর ছেলে। জেলার পবা উপজেলায় একই পরিবারের ৪জনের আত্মহত্যার পর পাশের উপজেলা মোহপুরে নতুন করে এক কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পর পর দুইটি আত্মহ্যার ঘটনায় এলাকায় এখন শোকের ছোঁয়া।স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ আগস্ট সোমবার সকালে ওই ব্যক্তি প্রতিদিনের মতো নিজ পান বরজ দেখাশুনার জন্য যায়। কিছু সময় পরে নিহতের ছেলে সুমন ৫-৬জন কাজের লোক নিয়ে পানের বরজে যায়। কিন্ত তার বাবা আকবরকে দেখতে পাই না। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পানের বরজ থেকে গলায় ফাঁস অবস্থায় কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।পরিবারের সদস্যরা জানায়, নিহত কৃষক বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে ৬-৭ লাখ টাকা ঋণ নিয়েছিল। ঋণ পরিশোধ নিয়ে সে প্রায় দুশ্চিন্তায় থাকতেন। ওই কারণেই হয়তো সোমবার সাড়ে ছয়টার সময় নিজ পানবরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।এবিষয়ে অতিরক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল আলম বলেন, প্রাথমিকভাবে জানা যায়, নিহত ব্যক্তি পূর্ব থেকেই অসুস্থ ছিলেন এবং বিভিন্ন এনজিওতে তার অনেক টাকা ঋণও ছিল। তিনি অনেক হতাশায় ছিলেন। যার কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।