চাটমোহরে কৃষক দল সেই নেতাকে ভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল নটাবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আইন বহির্ভূতভাবে চিলিং সেন্টার পরিচালনা, দূষিত পরিবেশ ও লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।২০ আগস্ট বুধবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় খাদ্য পরিদর্শক ও চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, অনুমোদনহীন চিলিং সেন্টার পরিচালনা, দূষিত পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আগামীতে ভেজাল দুধ উৎপাদন ও বিপণন এবং অবৈধ সেলিং সেন্টার পরিচালনা করবেন না বলে মুচলেকা নেওয়া হয়েছে।উল্লেখ্য গত সোমবার দিবাগত রাত ৯ টার দিকে কৃষক দলের সেই নেতার চিলিং সেন্টারে অভিযান চালিয়ে ৭০০ লিটার ভেজাল দুধ ও বিপুল পরিমাণ ভেজাল দুধ উৎপাদনের কাঁচামাল জব্দ করে থানায় জমা দেওয়া হয়। তবে সেসময় আব্দুল মমিন কে ঘটনাস্থলে না পাওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।