• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩২ রাত ০১:৫৪:০০ (23-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নদী দূষণ রোধে কার্যকর পদক্ষেপের দাবি নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের

নরসিংদী প্রতিনিধি: সম্প্রতি নরসিংদী সদর এলাকার মেঘনা নদীর বিভিন্ন স্থান স্পিডবোটযোগে পরিদর্শন করেছেন নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ । নদীর পানি দূষণ, অবৈধ জাল ব্যবহার ও বালু উত্তোলনসহ নানাবিধ সমস্যার চিত্র তারা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস নরসিংদী জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মেঘনার পাড়ের কৃতি সন্তান শরীফ, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক চরাঞ্চল এর কৃতি সন্তান নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা, যুবদল নেতা মোমেনসহ অন্যরা।নেতৃবৃন্দ জানান, সদর এলাকার ডাইং ও কেমিক্যাল কারখানার বর্জ্য, রঙ্গিন পানি মেঘনা নদীর পানিকে মারাত্মকভাবে দূষিত করছে, ফলে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এসব দূষণকারী প্রতিষ্ঠান ও অবৈধ চাইনিজ জাল বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।এদিকে, সদর উপজেলা প্রশাসন ইতিমধ্যে অবৈধ কার্যক্রম রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বলে জানা গেছে। নেতৃবৃন্দ আরও জানান, নদীর তীরে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না এবং নদী রক্ষার আন্দোলন আরও জোরদার করা হবে।