• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৮:৪৬ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নবীনগরে ডাকাতি হওয়া সার বোঝাই কার্গো উদ্ধার করেছে পুলিশ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসি’র ডেপ সার ছিনতাই করে নিয়ে বিক্রয় করার সময় একটি কার্গো জাহাজ উদ্ধার করে নৌ পুলিশ।১১ অক্টোবর শনিবার সন্ধ্যায় সার বোঝাই কার্গো জাহাজটিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নরসিংদীর রায়পুরা থানার নৌ পুলিশ উদ্ধার করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ ইন্সপেক্টর মো. আব্দুর রউফ জানান।অভিযান সূত্রে জানা যায়, সরকারি ৬৩৪০টি বস্তা ডেপ সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী দিয়ে সুনামগঞ্জের সরকারি গুদামে নেওয়ার সময় নরসিংদী রায়পুরা এলাকায় কার্গোর ৬ জন নাবিককে হাত-পা বেঁধে নদীর পাড়ে ফেলে দিয়ে কার্গো জাহাজটিকে ছিনতাই করে নিয়ে আসে। পরে নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজারে এসব ডেপ সারগুলোকে বিভিন্ন ডিলারদের কাছে বিক্রয় করতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে হাতেনাতে ধরে ফেলে এবং মাল বোঝাই জাহাজটিকে উদ্ধার করে।ইতোমধ্যেই কার্গো থেকে প্রায় ১৪শ’ বস্তা সার আনলোড করা হয় যার মধ্যে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা ও কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মো. বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা পাওয়া যায়। বাকিগুলোর হদিশ পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা বলেন, গত শুক্রবার থেকে কার্গোটিকে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে সার আনলোড করতে দেখেছি পরে সেগুলো বাজারে বোরহান মিয়ার গোডাউনে আনলোড করে। এরপর থেকে এলাকায় এটাকে ভেসে থাকতে দেখেছি। আমরা ভেবেছি কেউ হয়ত এগুলো কিনেছে।কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার মো. বোরহান উদ্দিন মুঠোফোনে বলেন,‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্যেশ্যমূলক। আমার গোডাউনের চাবি নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী এবং সাব ডিলার তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে। এসব কিছু হয়ে থাকলে আমি অবগত নই। আমার কাছে মনে হয় শিবলু আমাকে ফাঁসানোর জন্যই এসব করেছে। আমি এই অপকর্মের সাথে জড়িত শিবলুর বিচার চাই।’এ বিষয়ে জানতে চাইলে শিবলু বলেন,‘আমার কাছে বোরহান ভাইয়ের গোডাউনের চাবি থাকত এবং প্রতিদিন সানাউল্লাহ চাবি নিতে আসলে ওনাকে চাবি দেই গতকালও নিতে আসলে আমি তাকে চাবি দেই পরে কী হয়েছে সেটা আমি জানি না।’এ বিষয়ে জানতে সানাউল্লাহর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এ বিষয় নিয়ে রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী এশিয়ান টিভির অনলাইনকে বলেন, ‘বিষয়টি আমার কানে এসেছে। উদ্ধার সার বিএডিসি মুন্সিগঞ্জ গোডাউন থেকে সুনামগঞ্জ বিএডিসি গোডাউনে যাওয়ার পথে ৬৩৪০ বস্তা সার নরসিংদী রায়পুরায় ডাকাতের কবলে পরে। ডাকাত দল বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় সার বিক্রি করে তারমধ্যে নবীনগর নোয়াগাঁও বাজারে আসলে সেটি ধরা পরে। তবে আরো বিস্তারিত তথ্য উপাত্ত নৌপুলিশ বলতে পারবে।’