• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:১৮:২৫ (01-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দৌলতপুরে আহত কলেজ ছাত্রী লিজার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বাবলু

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত কলেজ ছাত্রী লিজা আক্তারের (১৮) পাশে দাঁড়িয়েছেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।তিন মাসে আগে বিদ্যুৎ শর্ট সার্কিটে দগ্ধ হয়ে গুরুতর আহত হন মানিকগঞ্জ মহিলা কলেজের ছাত্রী লিজা আক্তার। পরে চিকিৎসকরা তার ডান হাত কেটে ফেলতে বাধ্য হন। বর্তমানে তিনি শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটে পড়েছেন ।৩১ আগস্ট রোববার সন্ধ্যা লিজার খোঁজ-খবর নিতে তার গ্রামের বাড়ি যান প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। এসময় তিনি পরিবারকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদেরও লিজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, একটি দুর্ঘটনা লিজার স্বপ্নকে থামিয়ে দিয়েছে। সমাজের সকলে যদি এগিয়ে আসে, তবে সে আবারও নতুন করে বাঁচতে পারবে।জিয়ানপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. হিমু খান জানান, লিজার হাত প্রতিস্থাপন করতে তিন লক্ষ টাকা প্রয়োজন। আমরা সবার কাছে সহযোগিতা কামনা করছি।