• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ সকাল ০৬:৫৫:৩২ (16-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ কলেজ ছাত্রীর!

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীর ওপরের ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে লামিয়া নামে এক কলেজছাত্রীর নিখোঁজ হয়েছে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।১৩ আগস্ট বুধবার দুপুরের দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ত্রিমোহনী সেতুতে এ ঘটনা ঘটে।নিখোঁজ লামিয়া আক্তার (১৭) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে ব্রিজ থেকে হঠাৎ একটি মেয়ে নদীতে লাফিয়ে পড়ে। এরপর কয়েকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধারে নদীতে নামে। সাঁতরে কাছাকাছি যাওয়ার আগেই সে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কিছুক্ষণ পরে তারা এসে উদ্ধার কাজ শুরু করেন।হাবিবুল্লাহ নামের স্থানীয় একজন বলেন,মেয়েটি তলিয়ে যাওয়ার আগে দুই হাত উঁচু করে; এর পরপরই তলিয়ে যায়। নদীর স্রোতের কারণে আমার পৌঁছাতে দেরি হয়; যে কারণে মেয়েটিকে বাঁচাতে পারিনি।’রুহুল আমিন নামের আরেকজন বলেন, সেতুর উপর থেকে  লাফিয়ে ওই তরুণী নদীতে পড়ে ডুবে যান। মুহূর্তের মধ্যে দূরে এক জায়গায় তিনি ভেসে উঠেন। এরমধ্যে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে বাঁচাতে নদীতে নামেন। তবে তার কাছে যাওয়ার আগেই  তিনি পানিতে তলিয়ে যান। অপরদিকে  দেলোয়ার হোসেনের মেয়ে লামিয়া সকাল থেকে নিখোঁজ। খবর পেয়ে পরিবারের লোকজন সেতুর উপর পাওয়া জুতা দেখে ঝাঁপ দেওয়া তরুণীকে লামিয়া বলে নিশ্চিত হন।লামিয়ার বাবা দেলোয়ার হোসেন বলেন,মেয়েকে সকাল থেকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। সেতুতে এক জোড়া জুতা পাওয়ার খবরে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমার মেয়ের জুতা। এরপর ঝাঁপ দেওয়া তরুণী লামিয়া বলে নিশ্চিত হয়েছি। সে কেন ঝাঁপ দিয়েছে তা বলতে পারছি না।শ্রীপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওয়্যার হাউস ইন্সপেক্টর) মাহমুদুল হাসান বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করি। এখনো সন্ধান পাওয়া যায়নি। নদীতে  স্রোত থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’