• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৩৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৩৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি: ১৬ জেলে জীবিত উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: আকষ্মিক সমুদ্রিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটির নাম এফভি বিসমিল্লাহ। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।জানা যায়, এফবি বিসমিল্লাহ নামের ট্রলারটি ২৮ জুলাই শুক্রবার মাছ ধরার উদ্দ্যেশ্যে সমুদ্রে ছেড়ে যায়। দুইদিন সমুদ্রে অবস্থান করার পর ১ আগস্ট মঙ্গলবার সকালে ঝড়োহাওয়ার কবলে পড়ে ট্রলারটি একটি ডুবোচড়ে ছিটকে পড়ে। এসময় ডুবোচড়ের আঘাতে ট্রলারটির তলা ফেটে গিয়ে ডুবে যায়। পরে অন্য একটি মাছ ধড়ার ট্রলার তাদের উদ্ধার করে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে।ট্রলারটির মালিক মো. খলিল মিয়া বলেন, এ ট্রলার ডুবির ফলে আমার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আল্লাহর রহমতে আমার মাঝি-মাল্লারা প্রানে বেঁচে ফেরায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা জানান, লগুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র প্রচন্ড উত্তাল রয়েছে। ঝড়ো বাতাসে সমুদ্রে কোন ট্রলারই টিকতে পারছেনা। ঝড়ের কবলে পরে একটি ট্রলার ডুবে গেছে। তবে মাঝি-মাল্লাদের উদ্ধার করে নিরাপদ তিরে আনা হয়েছে। সমুদ্রে থেকে বেশিরভাগ ট্রলার আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন প্রেতাশ্রয়ে আশ্রয় নিয়েছে।