• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:০৮:৫৪ (18-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:০৮:৫৪ (18-May-2024)
  • - ৩৩° সে:

মাগুরায় ভর্তুকিমূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে ভর্তুকি মূল্যে তিনজন কৃষকের মাঝে তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।১৪ মে মঙ্গলবার বিকেলে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ বিষ্ণু পদ সাহা, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার।অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, কৃষকরা অল্প সময়ে স্বল্প খরচে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটতে পারবেন। এতে করে শ্রমিক সংকট যেমন থাকবে না, তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে সুবিধা পাবেন। এ মেশিনের মাধ্যমে ধান ও গম কাটা, ঝাড়া, মাড়াই ও  বস্তায় ভরা যাবে। এ মেশিনের ফলে কৃষকের অর্থ এবং সময় দুইটাই বাঁচবে।