• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:১৭:৪৯ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:১৭:৪৯ (09-May-2024)
  • - ৩৩° সে:

কুমারখালী প্রেসক্লাবের নেতৃত্বে শাহিন-উল্লাস

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের কার্যক্রমকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য কমিটি পুনঃগঠন করা হয়েছে।২৯ মার্চ শুক্রবার বিকেলে কুমারখালী পৌরসভার তরুণমোড় সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদসহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে এশিয়ান টেলিভিশন ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি কে এম আর শাহীনকে সভাপতি এবং বাংলা টেলিভিশনের প্রতিনিধি এম এ উল্লাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।কমিটির অন্যান্যরা হলেন-  সহ-সভাপতি পদে দৈনিক চিত্র পত্রিকার আবু দাউদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কুষ্টিয়ার আজিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়ার মুখর কাজী সাইফুল, কোষাধক্ষ্য জাতীয় দৈনিক আমাদের সময়ের আর. কে. জামান রিপন, দফতর সম্পাদক প্রতিদিনের সংবাদের বিজয় কুমার বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভোরের ডাকের মোশাররফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেশব্রতীর আরিফ খান।কমিটির নির্বাহী সদস্যরা হলেন- দৈনিক সমকালের মিজানুর রহমান নয়ন, মোহনা টেলিভিশনের পার্থ সারথী ঘোষ, দৈনিক খবরওয়ালার মো. মিনারুল ইসলাম , দৈনিক সময়ের কাগজের মো. আব্দুস সালাম অন্তর, মানব কণ্ঠের পলাশ কুমার ঘোষ, দৈনিক সময়ের সাথের প্রতিনিধি সাকিব ফারহান, দৈনিক অধিকরণের খন্দকার জিহাদ ও দৈনিক শিকলের মামুনুর রশীদ কার্জন।সাধারণ সদস্য পদে রয়েছেন, দৈনিক কুষ্টিয়ার সময়ের মুমিনুল ইসলাম, দৈনিক ইন্টারন্যাশনালের তৌহিদুর ইসলাম, স্বাধীন সময়ের আল-আমীন, আজকের আলোর মিজানুর রহমান মিজান, বিজনেস ফাইনালে সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক অধিকরনের খন্দকার জিহাদ, খোলা কাগজের সৌরভ হোসেন, লিখনী সংবাদের আরাফাত হোসেন এবং প্রতিদিনের কাগজের এ. আর তুষার।উল্লেখ্য, ১৯৮৪ সালের প্রতিষ্ঠার পর থেকে  কুমারখালী প্রেসক্লাবের কার্যক্রম চলমান ছিল। কিন্তু ২০১৫ সালের নির্বাচনের পর থেকে প্রেসক্লাবের সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সেজন্য কুমারখালী প্রেসক্লাবকে কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ১৫ সদস্যের নির্বাহী পরিষদ এবং ২৫ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য পুনঃগঠন করা হয়।