• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১২:৪৯:১৬ (26-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কমিউনিটি সেন্টারের আগুন নিয়ন্ত্রণে, সবশেষ তথ্য জানাল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় শুক্রবার ২৪ অক্টোবর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত ১২ টা ৫ মিনিটে। আমাদের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুনে কারও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।মো. ছালেহ উদ্দিন বলেন, ভবনটির যে ফ্লোরে আগুন লাগে, সেখানে পরিত্যক্ত মালামাল রাখা ছিল। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এখন আর আগুন বাড়ার আশঙ্কা নেই, আগুন নেই বললেই চলে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হবে।এর আগে, রাত ১০টা ১৪ মিনিটের দিকে রাজধানীর মিরপুরের কালশীতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয়তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।