• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৪:০১:০৩ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৪:০১:০৩ (21-May-2024)
  • - ৩৩° সে:

খোকসাতে চায়না কমলা চাষে স্বাবলম্বী বিলাস

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নে গেলে দেখা মিলবে থোকায় থোকায় চায়না কমলা। ইউটিউব দেখে শখের বসে চায়না কমলার চাষ শুরু করেছিলেন ওই ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের পল্লী চিকিৎসক বিধান বিশ্বাসের ছেলে বিলাস বিশ্বাস।বিলাসের বাগানের প্রতিটি গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে কমলা। ২০২০ সালে ১২২টি চায়না কমলার চারা এনে আড়াই বিঘা জমিতে রোপণ করেন বিলাস। এতে খরচ হয় প্রায় ৭২ হাজার টাকা। গতবছর ফলন কম হলেও এবার ফলন হয়েছে ভালো। বাজারে চায়না কমলার চাহিদা থাকায় লাভবান হবেন এমন প্রত্যাশা তার।বিলাস বিশ্বাস বলেন, এক্ষেত্রে কৃষি বিভাগ ও সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে ইউরোপ এবং কাশ্মীরের মতো দেশেও কমলা চাষ ভালো করা সম্ভব।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, কৃষি অফিসের পরামর্শে এ বছর অভাবনীয় ফলন হয়েছে বিলাসের বাগানে। ফলের বাগান করে পারিবারিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে চলেছে বলেও জানান তিনি।