ডাকসু নির্বাচনে ভুয়া আইডি কার্ড শনাক্তে থাকবে তিন স্তরের চেকিং
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা করা হবে আগামীকাল মঙ্গলবর (৯ সেপ্টেম্বর)। এতে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।তিন ধরনের চেকিংয়ের পর ভোট দেওয়ার সুযোগ পাবেন বৈধ ও নিয়মিত শিক্ষার্থীরা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৮ সেপ্টেম্বর সোমবার জানানো হয়েছে, ভুয়া কার্ড ব্যবহার করার কোনও সুযোগ নেই। তিন ধরনের চেকিংয়ের পর ভোট দিতে হবে শিক্ষার্থীদে। ভুয়া কার্ড দিয়ে কেউ ভোট দিতে পারবেন না বলে কর্মকর্তারা জানিয়েছেন।জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন রাজধানীর নীলক্ষেতের মার্কেটে কম্পিউটারের দোকানে বিভিন্ন সময়ে নকল আইডি কার্ড তৈরির নজির রয়েছে। ক্যাম্পাসে অনেকে ভুয়া আইডি কার্ডসহ আটকও হয়েছেন। ভোটে ভুয়া আইডি কার্ড কোনও প্রভাব ফেলবে কিনা, সংশয় ছিল অনেকের। তবে কর্তৃপক্ষ সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে।