• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় বুদ্ধ মহাধাতু চৈত্য বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব পালিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাইবিল মরিয়মনগর বুদ্ধ মহাধাতু চৈত্য বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উৎসব নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।১৭ নভেম্বর শুক্রবার বৈরি আবহাওয়ার মধ্যেও সকাল থেকে দায়ক-দায়িকারা বিহার প্রাঙ্গনে আসতে থাকে। বিকেলে ধর্মীয় আলোচনায় প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বুদ্ধ মহাধাতু চৈত্য বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা শীলানন্দ মহাস্থবির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির। সংবর্ধিত অতিথি ছিলেন ড. প্রিয়ানন্দ স্থবির। কঠিন চীবর দান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপায়ন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ধর্মময় জীবন মহিলা ঐক্য পরিষদের নেতা বীনা পানি বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউপি  চেয়ারম্যান মুজিবুল হক হিরু, সোনাইছড়ি রাজবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  সুনীল কুমার বড়ুয়া।অনুষ্ঠানে বক্তব্য রাখেন কঠিন চীবন দান উদযাপন পরিষদের সভাপতি পূর্ণচন্দ্র মুৎসুদ্দী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয় বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক সুব্রত বড়ুয়া প্রমুখ।