ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। খবর আলজাজিরার১৮ জুলাই শুক্রবার স্থানীয় সময় সংবাদমাধ্যমটির কাছে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে একটি মানহানির মামলা দায়ের করেছেন তিনি।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মিডিয়া মোগলখ্যাত রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন।সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। মূলত ওই প্রতিবেদনকে কেন্দ্র করে বৃহস্পতিবার মামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প নারী নিপীড়নে অভিযুক্ত কুখ্যাত ধনকুবের জেফরি এপস্টেইনকে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন, যেখানে একজন নগ্ন নারীর ছবি আঁকা ছিল। এই প্রতিবেদন প্রকাশের পরই ওয়াশিংটনজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ২০০৩ সালে জেফরি এপস্টেইনের ৫০তম জন্মদিনে যেসব শুভেচ্ছাবার্তা এসেছিল, ট্রাম্পের স্বাক্ষর করা এই চিঠিটি তার মধ্যেই একটি ছিল। যদিও তারা চিঠির কোনো ছবি প্রকাশ করেনি, তবে এর বিষয়বস্তু নিয়ে বিতর্ক তুঙ্গে। ট্রাম্প এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, চিঠিটি ‘সম্পূর্ণ ভুয়া’ এবং ‘মানহানিকর’। তিনি উল্লেখ করেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং তিনি নিজেও ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদককে সরাসরি জানিয়েছেন যে চিঠিটি ভিত্তিহীন।