• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই মাঘ ১৪৩২ রাত ০১:৪২:৪২ (27-Jan-2026)
  • - ৩৩° সে:
ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

এশিয়ান ডেস্ক: দুই দিনের রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।১৫ অক্টোবর বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।উল্লেখ্য, তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউ) গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।রোমে দুই দিনের সফরে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন।