• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:২১:৫২ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:২১:৫২ (20-May-2024)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে বিশ্ব উরস শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি রোববার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ লক্ষ্মীপুর জেলার উদ্যোগে রায়পুরস্থ জেলা পরিষদ ডাক বাংলো অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।চট্রগ্রাম বিভাগীয় কর্মী গ্রুপের কর্মী প্রধান (চীপ) ও কেন্দ্রীয় সমন্বয় পরিষদের অন্যতম সদস্য আলহাজ্ব কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহর সভাপতিত্বে দিনব্যাপী সভায় মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য নাসিমুল গনি নয়ন।এতে সহকারী মিশন প্রধান ছিলেন কেন্দ্রীয় যুব কর্মী প্রধান আইনুল হক মুন্না। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুফতি মাওলানা আশরাফ বিল্লাহ্ আল ওসমানী আজহারী।এসময় বিশেষ অতিথি ছিলেন রায়পুর বড় মসজিদের খতিব মুফতি আহছান উল্যা নেছারী, কেন্দ্রীয় ছাত্র কর্মী প্রধান শহীদুল্লাহ্ বাবু, চট্রগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর সাইদুল হাসান সজীব ও লক্ষ্মীপুর জেলা কর্মী প্রধান সিরাজ উল্যা মাস্টার।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী। সঞ্চালনায় ছিলেন রায়পুরের বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী এম এ রহিম।এ সময় মিশন প্রধান তার বক্তব্যে বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফে বিশ্ব শান্তির বার্তা নিয়ে আমাদের দোরগোড়ায় উপস্থিত হন। কামেল মোকাম্মেল পীরের কদমে খেদমতের মাধ্যমে সকল দুঃখ-কষ্ট দুর হয়, আল্লাহর রহমত আসে। তাই সকলকে মহা পবিত্র বিশ্ব উরস শরীফে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি আল্লাহ ও রাসুল (সা.)-এর মহব্বতে হৃদয় সিক্ত করে হদয়কে খোদার নূরে আলোকিত করে চিরশান্তি ও সমৃদ্ধির পথে থাকার আহ্বান জানান।উল্লেখ্য, আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে মহা ধুমদামে অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় সারা দেশে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উদ্যোগে নগর, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে উরস শরীফকে কেন্দ্র করে দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত হচ্ছে।