ওকে বিডি ট্রাভেল অফিসে হামলা-ভাঙচুর, নগদ অর্থসহ সম্পদের ক্ষতি
নিজস্ব প্রতিবেদক: মহাখালী ডিওএইচএস এর ২৯ নম্বর রোডের ৪০৯ নং বাসায় অবস্থিত ট্রাভেল এজেন্সি ওকে বিডি। বাড়িওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে ঝামেলা তৈরি হওয়ার প্রেক্ষিতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি, নগদ অর্থ ও ল্যাপটপ চুরি গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।বাড়ির মালিক রোকেয়া সুলতানার বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওকে বিডির পরিচালক মো. মহিউদ্দিন।তিনি অভিযোগ বলেন, গত ১৮ ডিসেম্বর থেকে রোকেয়া সুলতানা অফিসে তালা মেরে রেখেছে। কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে ঢুকতে দেয়নি। সেদিন থেকে বাসা ছেড়ে দিতে বলে। তার কাছ থেকে যৌক্তিক সময় চাইলেও তিনি নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছেন। বিভিন্ন সেনাবাহিনী ও ডিওএচইস এর কাউন্সিলর তার ভাই বলে ভয়-ভীতি দেখিয়ে আসছে। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ২৮ তারিখ রাতে অজ্ঞাত কিছু লোক নিয়ে অফিসে ঢুকে ক্যামেরা বন্ধ করে অফিসের সকল জিনিস যেমন ল্যাপটপ, এসি, পাসপোর্ট, চেক ও তালা ভেঙে নগদ টাকা ও ডলার লুট করে নিয়ে গেছে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে রাস্তা ফেলে চলে গেছে। আশেপাশে লোকের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউন্সিলরের কাছে অভিযোগ করতে গেলে অনেক অপেক্ষা করিয়ে কোনো সমাধান না দিয়ে চলে যেতে বলে।তিনি বলেন, এরপর আমরা ৯৯৯ কল করে পুলিশ ও অন ডিউটি সেনা সদস্য এসে ঘটনা পরিদর্শন করে। এর আগেই সেই মহিলা পালিয়ে যায় এবং তার সাথে পুলিশ ও সেনা সদস্যরা মোবাইলে কথা বলে তাকে দেখা করতে বললে আসে না, উল্টো বিভিন্ন অভিযোগ করতে থাকে। এর পর ওকে বাংলাদেশ-এর পরিচালক বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন নিকটস্থ কাফরুল থানায়।এ ব্যাপারে বাড়ির মালিক রোকেয়া সুলতানার কোনো ভাষ্য পাওয়া যায়নি।