• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:৩০:১৪ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:৩০:১৪ (08-May-2025)
  • - ৩৩° সে:

দাগনভূঞায় কৃষি জমির মাটি কাটায় ২টি এস্কেভেটর, ৫টি ট্রাক জব্দ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: দাগনভূঞায় অবৈধভাবে ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে অভিযান চালিয়ে ২টি এস্কেভেটর এবং ৫টি ট্রাক জব্দ করেছে প্রশাসন।৭ মে বুধবার রাত ১০টা থেকে রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত দাগনভূঞা উপজেলার রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে নিয়োজিত ৩টি পিকআপ ও ১টি ট্রাক্টর জব্দ করা হয় এবং ২টি এস্কেভেটর নিয়ে আসার সুযোগ না থাকায় অকেজো করে দেয়া হয়।অভিযানে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।ফসলি জমির মাটিকাটায় জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।