• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:৩৫:৪৮ (17-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাজাপুরে রাতের আঁধারে ভেকু মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি ভেকু (স্ক্যাভেটর) মেশিন।১৫ আগস্ট শুক্রবার গভীর রাতে উপজেলার সাউদপুর ব্রিজের ঢালে রাখা ভেকু মেশিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কাপড়ের টুকরায় পেট্রোল ঢেলে মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাজাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত ভেকুর মালিক তরিকুল ইসলাম তারেক জানান, ‘মেশিনটির ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ, হাইড্রলিক্স বক্সসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।’ঘটনার পর রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করেছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত তা এখনো জানা যায়নি।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’