গাজীপুরে সুশাসন ও টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সুশাসনের চর্চা জোরদার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করা হয়েছে।২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন সম্ভব নয়। কোনো দপ্তরে বৈষম্য বা অন্যায্যতার সুযোগ রাখা যাবে না। এজন্য ন্যায্যতা, আইনের শাসন, ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, জেলা সনাক সভাপতি যোবেদা আখতার, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম শাহী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ আলম ভূইঞা।