• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৫৯:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৫৯:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:

ট্রেনের নিচে লাফ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার সরিষাবাড়ীতে দাম্পত্য কলহের জের ধরে সানোয়ার হায়দার (৩২) নামে এলজিইডির এক কার্য সহকারী ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কর্মকর্তা সানোয়ার হায়দার- নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডির বন্যা প্রকল্পের কার্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে সপ্তাহ খানেক আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই সে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে বলে জানায় সহকর্মীরা।স্থানীয় বিভিন্ন সূত্র জানা যায়, সানোয়ার বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেন আসলে হঠাৎ দৌড়ে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়েন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আশিস চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন। আশিস চন্দ্র দে সংবাদ মাধ্যমকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।