নামাজে গিয়ে প্রাণে বাঁচলেন এতিমখানার ৩৫ ছাত্র-শিক্ষক
বরিশাল প্রতিনিধি: বরিশাল সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিং সম্পূর্ণ পুড়ে গেছে। তবে পাশের মসজিদে মাগরিবের নামাজে থাকার কারণে ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।৩ জানুয়ারি শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকায় এ ঘটনা ঘটে।মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম জানান, নামাজের শেষের দিকে আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখি, পুরো মাদ্রাসা দাউ দাউ করে জ্বলছে। কোনো শিক্ষার্থী বা শিক্ষক ভেতরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। মাদ্রাসায় থাকা কোরআন শরিফের মলাট পুড়লেও হরফ ও আয়াত অক্ষত রয়েছে।খবর পেয়ে বরিশাল সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, সম্ভবত শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।