কালিয়াকৈরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক্সকেভেটর ভস্মীভূত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদী আশুলি পশ্চিমপাড়া এলাকায় ১৬ নভেম্বর রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে একটি এক্সকেভেটর (ব্যাকু) পুড়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মেদী আসোলা পশ্চিমপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সাজ্জাদ হোসেন সবুজ তার নিজ পুকুর খননের উদ্দেশ্যে দিঘীবাড়ি এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে সোহান বাবুর মালিকানাধীন এক্সকেভেটরটি ভাড়া নেন। রোববার রাতে পুকুরের পাশে পার্ক করে রাখা অবস্থায় বেকুটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।আগুনে মুহূর্তেই যন্ত্রটি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হতে পারে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।