• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৪৩:৪২ (29-Dec-2025)
  • - ৩৩° সে:
চীনের কাছে এআই চিপ বিক্রিতে এনভিডিয়াকে সবুজ সংকেত ট্রাম্পের

চীনের কাছে এআই চিপ বিক্রিতে এনভিডিয়াকে সবুজ সংকেত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: এআই চিপ জায়ান্ট এনভিডিয়াকে চীনের ‘অনুমোদিত গ্রাহকদের’ কাছে তাদের উন্নত এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।৮ ডিসেম্বর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ‘আমরা জাতীয় নিরাপত্তা রক্ষা করব, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি করব এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকার নেতৃত্ব বজায় রাখব।’এই সিদ্ধান্তটি এএমডি’র মতো অন্যান্য মার্কিন চিপ কোম্পানিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের ব্যাপক তৎপরতার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। তিনি গত সপ্তাহে ওয়াশিংটন সফর করেন।বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মাঝে পতিত হয়। বেইজিংয়ের কাছে তাদের সবচেয়ে উন্নত ধরনের চিপ বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল।গত জুলাইয়ে ট্রাম্প চিপ বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, কিন্তু এনভিডিয়াকে তাদের চীনা বাজার থেকে আয়ের ১৫ শতাংশ মার্কিন সরকারকে প্রদানের দাবি করেছিলেন। এরপর বেইজিং তাদের প্রযুক্তি কোম্পানিগুলোকে চীনের বাজারে ব্যবহারের জন্য এনভিডিয়ার চিপ কেনা বন্ধের নির্দেশ দেয়।এনভিডিয়া এক বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের চিপ শিল্পকে উচ্চ বেতনের কর্মসংস্থান এবং দেশটিতে উৎপাদনকে সমর্থনের জন্য প্রতিযোগিতা করার অনুমতি দেওয়ায় আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’এইচ২০০ চিপগুলো এনভিডিয়ার ব্ল্যাকওয়েল চিপের এক প্রজন্ম আগের। ব্ল্যাকওয়েল চিপ বিশ্বের সবচেয়ে উন্নত এআই সেমিকন্ডাক্টর হিসেবে বিবেচিত।সোমবার ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাণিজ্য বিভাগ অনুমোদিত বাণিজ্যিক গ্রাহকদের এইচ২০০ চিপ সরবরাহ করার সিদ্ধান্ত সুচিন্তিত। এটি ভারসাম্য তৈরি করবে, যা আমেরিকার জন্য দুর্দান্ত হবে।এই খবরে কোম্পানিগুলোর শেয়ারের দাম সামান্য বেড়েছে।