চল্লিশ পার করেও শীতে উষ্ণতা ছড়াচ্ছেন মনামী!
নিজস্ব প্রতিবেদক: সদ্যই তার বয়স চল্লিশ পার হলো। যদিও মিষ্টি হাসি আর ঈর্ষণীয় ফিগারের টলি অভিনেত্রী মনামী ঘোষ নিজের বয়স নিয়ে কোনো ধরনের লুকোছাপা করেন না। বরং তার শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাকে সদ্য কৈশোর পেরোনো তরুণীর মতোই লাগে দেখতে। তার দর্শক - ভক্তরাও এতে বেজায় খুশি।জানা যায়, নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইনস্টাগ্রামে প্রায়ই নানা রকমের আকর্ষণীয় লুকে নিজের গ্ল্যামারাস ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মনামী ঘোষ।বিভিন্ন অনুষ্ঠানেও নিরীক্ষাধর্মী আর বোল্ড লুকে আসেন তিনি। এবার শীতের শুরুতেই তিনি আলাদাভাবে নজর কাড়ছেন শীতকালীন ফ্যাশনে।