নোয়াখালীতে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক, তিনি বলেন, দক্ষতার পাশাপাশি সম্পদ ও অর্থকে সঠিকভাবে মূল্যায়ন করলে উদ্দ্যেক্তায় সফলতা নিশ্চিত করা যাবে।৩ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।জেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে আয়োজনে উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনার অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমুন নেসার সভাপতিত্বে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প নবীন ও পুরাতন উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালায় জেলার নবীন উদ্যেক্তাতের সাথে নিয়ে চার টি ট্রেডের কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা খন্দকার ইসতিয়াক আলম।অনুষ্ঠানে ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাতীয় মহিলা সংস্থার নোয়াখালী জেলা কর্মকর্তা নাইম পারভেজ।তিনি আরও বলেন, সরকারি চাকরি করে সমাজকে পরিবর্তন করা যাবে না, উদ্দ্যেক্তার মাধ্যমে সমাজকে তৈরি করে নিতে হবে পাশাপাশি নারীদের জন্য পরিবেশ তৈরি করতে হবে। নবীন উদ্যোক্তার জন্য নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।এই সময় আরও উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন ও প্রশিক্ষণ কর্মকর্তা মোক্তার হোসেন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এর প্রশিক্ষক হারুনুর রশিদ, কেটারিং প্রশিক্ষক ফারহিয়া ইয়াছমিন, বেগমগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, নবীন উদ্দ্যেক্তাসহ আরও অনেকে।