মানিকগঞ্জে নারীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে সচেতনতামূলক অধিবেশন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: নারী সম্প্রদায়কে তাদের নিজস্ব গৌরবে আলোকিত হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করার লক্ষ্যে সচেতনতামূলক অধিবেশন পরিচালনা করেছে উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশ (ডব্লিউএফডব্লিউপি) এবং গো গার্ল।২৩ আগস্ট শনিবার দুপুরে শুরু হওয়া অর্ধ-দিনব্যাপী এ সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয় মানিকগঞ্জের তারাশিমা গার্মেন্টসের সম্মেলন কক্ষে।অধিবেশননে গার্মেন্টসটির ১০০ জন নারী কর্মী অংশ নেন। প্রকল্পে সহযোগিতা করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড “ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন”। অধিবেশনে নারীদের নিত্যপ্রয়োজনীয় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং ঋতুকালীন স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি, আত্মরক্ষা, সুরক্ষা, সামাজিক সম্মান ও আচরণ, মৌলিক ব্যাংকিং সহ আইনি অধিকার নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশের সভাপতি মেহরীন মাহমুদ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার (ব্র্যান্ড) ইসরাত জাহান, তারাশিমা গার্মেন্টস এর নির্বাহী পরিচালক কর্নেল (অব) হাসান মাহমুদ, প্রধান নির্বাহী কর্মকর্তা শশাঙ্ক জয়াবিক্রমা, প্রধান হিউম্যান রিসোর্স কর্মকর্তা এবিএম সিরাজুল আজাদ উপস্থিত ছিলেন।সচেতনতামূলক সেশনে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের প্রভাষক ও জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. ইপশিতা ইব্রাহিম রিদিতা, তায়কোয়ান্দো বিশেষজ্ঞ নুরুন্নাহার মিতু ও ফিজিক্যাল থেরাপি ও মেন্টাল হেলথ কনসালট্যান্ট ড. মাহফুজ এহসান বক্তব্য রাখেন।অধিবেশনের সচেতনতামূলক সেশনে বক্তারা বলেন, বর্তমানে নারীদের সমাজে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয়, যা প্রায় সময়ই তাদের জীবন এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়ায়।এ কারণে “আমার রক্ষক আমি” নামক একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশ। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কর্মজীবী নারীদের সামাজিক ও ব্যক্তিগত সুরক্ষার উপর আরও নিবিড়ভাবে কাজ করার সুযোগ হবে।ডব্লিউএফডব্লিউপি এর সভাপতি মেহরীন মাহমুদ বলেন, প্রতিটি নারীকে তার নিজের রক্ষক নিজেকেই হতে হবে। এজন্য নিজেকে নিজেই গড়তে হবে। নারীদের আত্মনির্ভশীল হতে হলে সর্বপ্রথম সচেতন হতে হবে। নিজের স্বাস্থ্য, সুরক্ষা ও অধিকার সম্পর্কে জানা প্রতিটি নারীর জন্য অপরিহার্য। একজন সচেতন নারী শুধু নিজেকে নয়, তার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে।ইসরাত জাহান বলেন, আমরা চাই প্রতিটি নারী তার কর্মক্ষেত্রে ও পরিবারে আত্মবিশ্বাসের সঙ্গে টিকে থাকুক। এজন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। আমরা ফ্রেশ অনন্যা কাজ করে যাচ্ছি, আমরা আমাদের নারীবান্ধব এই কাজগুলো সমাজের কোণায় কোণায় ছড়িয়ে দিতে চাই।