• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৩:২১:৫২ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৩:২১:৫২ (17-May-2024)
  • - ৩৩° সে:

বিদেশি পর্যটক বাড়াতে ই-ভিসা চালুর দাবি জানলো টোয়ার

নিজস্ব প্রতিবেদক: ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি শিবলুল আজম কোরেশী দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বিদেশি পর্যটক বাড়াতে দ্রুত ই-ভিসা পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন।১৭ জানুয়ারি বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পর্যটন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি জানান তিনি।শিবলুল আজম কোরেশী বলেন, ‘আমাদের ৬১টি দেশের সঙ্গে অন অ্যারাইভাল ভিসা সিস্টেম চালু আছে। যে কারণে আমরা বারবার ই-ভিসার দাবি জানিয়ে আসছি। তবে খুশির কথা, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ই-ভিসার বিষয়ে উদ্যোগী হয়েছে।তিনি বলেছেন, ই-ভিসা চালু হলে অনেক বিদেশি পর্যটক সহজেই ভিসা নিয়ে বাংলাদেশে আসতে পারবে। ফলে আমাদের বিদেশি পর্যটক অনেক বাড়বে এবং পর্যটন সেক্টরও অনেক উন্নত হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিন দিনের দ্বাদশ বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটটিএফ)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ মেলা। এই মেলার আয়োজন করছে টোয়াব।আয়োজকরা জানান, এবারের পর্যটন মেলায় দেশি-বিদেশি প্রায় ১০০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১৫৩টি বুথ এবং প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলা চলাকালে অংশগ্রহণকারী সব সংস্থার দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ও বিশেষ ছাড়ে বিমানের টিকিট কেনার সুযোগ থাকবে।প্রসঙ্গত, মেলায় ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভিয়েতনামের ভ্রমণ ও পর্যটন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এছাড়াও আন্তর্জাতিক ডায়নামিক ওয়েবসাইট তৈরি করছে টোয়াব।