• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩২ রাত ০২:৫৯:২৯ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সেনবাগে মধু পাড়তে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে হাফেজ মাওলানা মো. নিজাম উদ্দিন (৩৫) নামের এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।  নিহত মাওলানা নিজাম উদ্দিন সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউপির ৩নং ওয়ার্ড ছাতারপাইয়া পূর্বপাড়া গ্রামের গোফরান হাজ্বীর নতুন বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও খাজুরিয়া মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খতিব এবং খাজুরিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।নিহত মাওলানা মো. নিজাম উদ্দিন দীর্ঘ ১৬-১৭ বছর মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খবিত হিসেবে দায়িত্বরত ছিলেন, তার ২ ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। তার আর্কস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।খাজুরিয়া ৩নং ওয়ার্ড মেম্বার মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাওলানা নিজাম উদ্দিন রোববার দুপুর সাড়ে ৩টার দিকে মধু সংগ্রহ (পাড়ার) খাজুরিয়া আবদুল মন্নান মিয়ার বাড়িতে একটি গাছে ওঠে। এসময় আর্ষস্মিক ভাবে গাছের শুকনা ডালটি ভেঙে পুকুর পাড়ে ইটের ঘাটলার ওপর পড়ে এসময় ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করে।যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমানের সরকারি মুঠোফোনে কল দিলে ফোনটি রিসিভ করেন ডিউটি অফিসার। তিনি জানান বিষয়টি কেউ থানার অবহিত করেনি।