• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে বৈশাখ ১৪৩১ রাত ১০:২৩:৪৯ (14-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে বৈশাখ ১৪৩১ রাত ১০:২৩:৪৯ (14-May-2024)
  • - ৩৩° সে:

সংসদে বিরোধী দলে যেতে বললেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে বিরোধী দল হিসেবে যোগদানের জন্য দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাইফ। তিনি বলেন, ‘দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা জাতীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে বিরোধী দল হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।’ খবর ডন, জিও টিভির।ইসলামাবাদে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্যারিস্টার সাইফ জানান, ইমরান খানের নির্দেশনা অনুযায়ীই তারা অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে দলীয় প্রতীক না থাকায় এবারের নির্বাচনে ইমরান খানের মনোনীত ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে নির্বাচন করেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেও পিটিআই ৯২ আসনে জয় পায়। তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলও পিটিআইয়ের স্বতন্ত্রদের যে কোনো একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং ওই দলের প্রতি অনুগত থাকতে হবে।