আইসিসিবিতে ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো মেলায় অংশগ্রহণ করেছে মস ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশাল তিনটি প্রদর্শনী ‘ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো ২০২৫’ এবং প্রথমবারের মতো ‘সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫’।এই মেলায় ইন্টেরিয়র উপকরণ, ফার্নিচার তৈরির সরঞ্জাম এবং সাইনেজ বা বিজ্ঞাপন প্রযুক্তি নিয়ে বিভিন্ন সমাধান উপস্থাপন করা হচ্ছে।বাংলাদেশের ইন্টেরিয়র ও ম্যানুফ্যাকচার খাতের অন্যতম বৃহত্তম প্রদর্শনী, যেখানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২০০টিরও বেশি খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য, উদ্ভাবনী নকশা, প্রযুক্তিগত দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছে। এখানে প্রদর্শিত হচ্ছে আধুনিক ইন্টেরিয়র ডিজাইন, অফিস ও হোম ফার্নিচার, কাঠ ও মেটালের কারুকাজ, সাইনেজ, ব্র্যান্ডিং প্রোডাক্ট, এবং সর্বাধুনিক নির্মাণ প্রযুক্তি।এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের ডিজাইন, উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা এবং ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করা।এই মেলায় “মস ডিজাইন এন্ড ম্যানুফেকচার” অংশগ্রহণ করছে, তাদের মেটাল ফেব্রিকেশন, সাইনেজ প্রোডাক্ট এবং আধুনিক ইন্টেরিয়র সলিউশন প্রদর্শন করেছে। মস ডিজাইন তাদের নিজস্ব কারখানায় তৈরি নান্দনিক মেটাল কাঠামো, লেজার কাটিং সাইনবোর্ড, স্টিল ও অ্যাক্রিলিক কম্বিনেশন প্রোডাক্টসহ একাধিক উদ্ভাবনী ডিজাইন উপস্থাপন করছে।মস ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচারের CMO মো. ইমাম হোসেন জানান, তাদের লক্ষ্য শুধু বাণিজ্যিক সাফল্য নয়, বরং বাংলাদেশের উৎপাদন ও ডিজাইন খাতকে বৈশ্বিক মানের উন্নীত করা।তিনি আরও বলেন, বর্তমানে তারা অটোমেটিক ভেন্ডিং মেশিন, আধুনিক ও নান্দনিক মেটাল দরজা, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, গেট প্রোডাকশন করছে। মস ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচারের অংশগ্রহণ এই প্রদর্শনীকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করেছে। যেখানে দর্শনার্থীরা নতুন অনুপ্রেরণা, ধারণা ও সম্ভাবনার দিগন্ত উন্মোচনের অভিজ্ঞতা অর্জন করছে।মেলায় অংশ নেওয়া সকল প্রতিষ্ঠানই বাংলাদেশের ক্রমবর্ধমান ইন্টেরিয়র ও কন্সট্রাকশন ইন্ডাস্ট্রির শক্তি, সম্ভাবনা ও অগ্রগতির প্রতিচ্ছবি তুলে ধরছে। বসুন্ধরার এই ট্রেড শো শুধু একটি প্রদর্শনী নয় —এটি বাংলাদেশের সৃজনশীল শিল্পের নতুন দিগন্তের সূচনা।