• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫৭:২০ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫৭:২০ (09-May-2024)
  • - ৩৩° সে:

ইনজুরিতে সাকিব, বিশ্বকাপের প্রথম ম্যাচ অনিশ্চিত

খেলা ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায় সাকিব আল হাসান বিশ্বকাপের ঠিক আগেই অনুশীলনে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। গোহাটিতে প্রস্তুতি ম্যাচের আগের রাতে অনুশীলনে ফুটবল খেলার সময় বাঁ পায়ে চোট পান সাকিব আল হাসান। ইনজুরির কারনে ২৯ সেপ্টেম্বরের প্রস্তুতি ম্যাচও খেলতে পারবেন না তিনি। শঙ্কা রয়েছে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা নিয়েও।সাকিবকে বাদ দিয়েই তাই প্রস্তুতি ম্যচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দলকে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ম্যাচে নেই সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।সাকিবের চোট নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট সেরে না উঠলে সাকিবকে মিস করেতে হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও। আগামী ৭ অক্টোবর ভারতের ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার আগে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।