ফেব্রুয়ারিতে ৬ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ
অনলাইন ডেস্ক: প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ছয় দিন ইতালির ভিসা আবেদন গ্রহণ বন্ধ থাকবে।২৬ জানুয়ারি সোমবার ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বের সব ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের ভিসা আবেদন জমা দেওয়া যাবে না। প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রমের জন্যই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ সময় ভিএফএস গ্লোবালকে নতুন আবেদন গ্রহণ না করার পাশাপাশি পূর্বে জমা দেওয়া আবেদন প্রত্যাহারের অনুরোধ গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ইতোমধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে দূতাবাস কর্তৃপক্ষ অতিরিক্ত নথিপত্র চাইলে কেবল সেসব কাগজপত্র নির্ধারিত সময়ে জমা দেওয়া যাবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা এর আশপাশের সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন রয়েছে, তাদের ফেব্রুয়ারির শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ একটি ভিসা ইস্যু বা অনুমোদনে ন্যূনতম ১০ কর্মদিবস সময় লাগতে পারে।