আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহলের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। সকাল সন্ধ্যা অবরোধের কারণে ঢাকা-খুলনা, ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। লাগাতার অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছে চালক ও সাধারণ যাত্রীরা।আজ ১৪ সেপ্টেম্বর রোববার সকাল ৬টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদী, মুনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।এদিকে সড়ক ও রেল পথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা ব্যাপক সংখক পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী মাঠে রয়েছেন।জেলার চরভদ্রাসন-সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহলের দাবিতে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে তারা।এছাড়া দাবি আদায়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে কয়েক দফা মহাসড়ক অবরোধ থাকায় দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যান চলাচলে বিঘ্ন ঘটে। মহাসড়কের এই অংশ এড়িয়ে বিকল্প পথে যান চলাচল করায় সময় ও ভোগান্তি বাড়ছে সাধারণ যাত্রীদের। তাই অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে তাদের দুটি ইউনিয়নকে পূর্বের অবস্থায় ফেরৎ দিতে জোর দাবি জানান আন্দোলনকারীরা।