• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:০৮:০৪ (14-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

আশুলিয়া প্রেসক্লাবের কমিটির সভাপতি লাইজু ও সাধারণ সম্পাদক ওমর ফারুক

স্টাফ রিপোর্টার ঢাকা: ‘দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকতা’ এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের গঠিত হলো ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি মোহনা টিভির লাইজু আহম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আরটিভির ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।১৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় আশুলিয়ার একটি রেস্টুরেন্টে চ্যানেল আই’র জাকির হাসানের সভাপতিত্বে এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে আগামী দুই বছরের জন্য এন ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি চ্যানেল আইয়ের ঢাকা জেলা প্রতিনিধি মো. জাকির (হাসান), সহ-সভাপতি বাংলাভিশনের আশুলিয়া প্রতিনিধি শেফালী খাতুন মিতু। যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতিদিনের কাগজ এর নিজস্ব প্রতিবেদক মো. জাহাঙ্গীর আলম (রাজু) সাংগঠনিক সম্পাদক দৈনিক দিনকালের আশুলিয়া প্রতিনিধি নজরুল ইসলাম (মানিক)। কোষাধ্যক্ষ সময়ের আলো পত্রিকার আশুলিয়া প্রতিনিধি রাকিব হাসান জিল্লুর। দপ্তর সম্পাদক দেশ বাংলা পত্রিকার আশুলিয়া প্রতিনিধি আবুল হায়াত বাচ্চু, প্রচার সম্পাদক জাগো নিউজের-আশুলিয়া প্রতিনিধি আল-মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নয়া দিগন্ত পত্রিকার আশুলিয়া প্রতিনিধি তুহিন আহমেদ, কার্য-নির্বাহী সদস্য করতোয়া পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মুঞ্জু মোরশেদ, কার্য-নির্বাহী সদস্য জহিরুল ইসলাম খান লিটন, কার্য-নির্বাহী সদস্য ইনকিলাব পত্রিকার আশুলিয়া প্রতিনিধি রাউফুর রহমান পরাগ।