• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩২ রাত ০৯:৪৩:৪৮ (28-Jan-2026)
  • - ৩৩° সে:
মহাদেবপুরে বিনিয়োগের টাকা আদায়ের দাবিতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান

মহাদেবপুরে বিনিয়োগের টাকা আদায়ের দাবিতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীর কাছ থেকে বিনিয়োগের প্রায় ৩৩ কোটি টাকা আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংক কর্মকর্তারা।২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টার দিকে মহাদেবপুর বাজারের থানা রোড সংলগ্ন গুড় হাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।আল-আরাফাহ ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার কর্মকর্তা ও কর্মচারীরা ব্যবসায়ী ডি. এম. আবু সাঈদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স হাজী ট্রেডিং করপোরেশনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন।ব্যাংক সূত্রে জানা যায়, মেসার্স মিনার অটোমেটিক রাইস মিলসহ সহযোগী প্রতিষ্ঠান মেসার্স হাজী ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী ডি. এম. আবু সাঈদ দীর্ঘদিন ধরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বর্তমানে চালু থাকলেও প্রতারণার আশ্রয় নিয়ে গত প্রায় তিন বছর ধরে ব্যাংকের বিনিয়োগকৃত প্রায় ৩৩ কোটি টাকা পরিশোধ করছেন না বলে অভিযোগ করেন ব্যাংক কর্মকর্তারা।তাদের অভিযোগ, বিভিন্ন তালবাহানা দেখিয়ে ব্যাংকের টাকা পরিশোধ না করলেও তিনি থানাপাড়ায় বহুতল বিশিষ্ট ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।এ অবস্থায় দ্রুত ব্যাংকের বিনিয়োগকৃত ৩৩ কোটি টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার ম্যানেজার মো. সাজেদুল ইসলাম, এসপিও (২য়) কর্মকর্তা এ. আর. এম. জামিনুল হক, এসপিও ও বিনিয়োগ ইনচার্জ মো. জাকারিয়া ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।