ধানক্ষেতের পোকা দমনে ফুলবাড়ীতে আলোক ফাঁদ প্রদর্শনী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: কৃষি জমিতে বিভিন্ন সময় পোকামাকড়ের আক্রমণ ঘটে, সেই পোকামাকড়কে সঠিকভাবে নির্ণয় করে কীটনাশক প্রয়োগ করতে হয়। তবে কীটনাশকের পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় ধানক্ষেত এবং পার্শ্ববর্তী পরিবেশ। তাই, বর্তমানে পোকামাকড় প্রতিরোধে কীটনাশকের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে আলোক ফাঁদ পদ্ধতি।দিনাজপুরের ফুলবাড়ী কৃষি অফিসের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলা গেট সংলগ্ন গোল চত্বরে স্থানীয় কৃষকদের নিয়ে আলোক ফাঁদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শাহানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্চিতা রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতিকুল ইসলাম ও পৌরসভা ব্লকের উপ সহকারী কৃষি অফিসার শারমিন আক্তার।উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ফুলবাড়ীতে ১৮ হাজার ১শত ৪৮ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। কৃষকদের সব ধরনের সহযোগিতা দিতে কৃষি অফিস সব সময় প্রস্তুত রয়েছে। আমাদের মাঠকর্মীরা মাঠে গিয়ে কৃষকদের সুপরামর্শ দিচ্ছে। কৃষি জমিতে যেন পোকার আক্রমণ না ঘটে সে বিষয়ে কৃষি অফিস সর্বদা কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। আমরা চাই, ফুলবাড়ী উপজেলাতে কৃষকরা ভালো ফসল উৎপাদন করে দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনুক।