• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:২৮:২১ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:২৮:২১ (21-May-2024)
  • - ৩৩° সে:

বরিশালে অনুষ্ঠিত হলো নারীদের আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা

বরিশাল ব্যুরো: বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা। নারী সংগঠন মানবী'র উদ্যোগে ‘স্বনির্ভর মানবী’ প্রজেক্টের আওতায় ৩ নভেম্বর দিনব্যাপী প্রাকটিকাল ক্লাসের মাধ্যমে শেষ হয়ে ৩ দিন ব্যাপী এ আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তজার্তিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী ও ড্রিমি ম্যাট্রিমনির আলোকচিত্র বিভাগের প্রধান মেহেদী হাসান শুভ। কর্মশালায় অংশগ্রহণ করেন ১৫ জন তরুণী। এ কর্মশালায় আলোকচিত্রের প্রাথমিক ধারণা এবং কীভাবে একজন নারী আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার গঠন করা যায় সে সম্পর্কে জেনেছেন শিক্ষার্থীরা।১ নভেম্বর বুধবার থেকে শুরু হয়ে ৩ নেভম্বর পর্যন্ত চলে এই প্রশিক্ষণ। বরিশাল নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে নগরীর বিভিন্ন লোকেশনের ছবি তুলে প্রাকটিকাল ক্লাসের মাধ্যমে ৩ নভেম্বর কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।কর্মশালা শেষে অংশগ্রহণকারী ১৫ তরুণীর হাতে সনদপত্র প্রদান করা হয় আয়োজক সংগঠন মানবীর পক্ষ থেকে।